ফুলপুর প্রতিনিধি : বাড়িতে নয়, শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারী নিশ্চিত করতে মঙ্গলবার ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। বিষেশ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহফুজুল করিম, এরশাদ জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম প্রমুখ।
পরিবার পরিকল্পনা বিভাগ বাস্তবায়নে মা মনি প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শতভাগ প্রসব সেবা নিশ্চিত করতে আলোচনা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মা মনি প্রকল্পের সহায়তায় পরিকল্পনা বিভাগের প্রসব সেবা চালু রয়েছে। বওলা ইউনিয়ন কেন্দ্র শতভাগ ডেলিভারী সেবা নিশ্চিত করতে পেরেছেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :