ফুলবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ২:০৩ অপরাহ্ন / ১২০
ফুলবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

মো. আব্দুস ছাত্তার : “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানের আলোকে আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে ফুলবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করে বিআরটিএ, ময়মনসিংহ কর্তৃক কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সড়ক আইন ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আয়োজিত কর্মশালায় মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় বিআরটিএ এর কর্মকর্তারা ছাড়াও ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু ওবায়দা বাবুল উপস্থিত ছিলেন।