মো. আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়। শনিবার (৫ আগস্ট) এ উপলক্ষ্যে উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :