মো. আব্দুস ছাত্তার : কথায় আছে খালি কলস বাজে বেশি। নকল বা ভুয়াদের দৌরাত্ম বেশি। গত দুইদিনের হঠাৎ প্রবল বর্ষণে দেশের রাস্তাঘাট, সবজি ও ফিসারীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সভায় ৬নং ওয়ার্ড ভালুকজান মাছের আড়ৎ সামনে কালভার্ট ভেঙ্গে একটা গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুইদিন যাবত বেশ জ্যামের মুখোমুখি পথচারীরা। শনিবার (৭ অক্টোবর) বিকালে অনেক লম্বা জ্যাম। ঐ জ্যামের সাথে যুক্ত হয়েছে (আছিমের রাস্তা) ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসারের গাড়ি। একটু সামনে রোগিবাহী একটি এ্যাম্বুলেন্স। উপজেলা নির্বাহি অফিসার তার একজন স্টাফ সামনে সমস্যার জায়গায় পাঠিয়ে জানার চেষ্টা করেন কী জন্য গাড়িগুলো থমকে আছে? ছোট একটা পিকআপ জাতীয় মালভর্তি গাড়ি, সে কাঁচায় নামাবে না। মানে, একদম কঠিন, উনি নামাবে না? রোগির বিষয়টি বলা হলেও, তিনি (চালক) অনড়। বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে জানানো হলে, তিনি নিজেই আসেন। সাথে আনসার সদস্যরাও ছিল।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম মালভর্তি গাড়ির চালককে জিজ্ঞাস করলেন, গাড়ীতে কী জাতীয় পণ্য? চাউল। কী চাউল? চালান দেখানো হল? তাতে লেখা মিনিকেট, যেটি উপজেলার বাকতা ইউনিয়নের ‘সরকার অটো রাইচ মিল’ থেকে সরবরাহ করা হচ্ছে। যা বর্তমানে বাজারে থাকার কথা না। অথচ মিনিকেট নামে কোনো চালের প্রজাতি বাজারে নেই। যেটি সরকার অটো রাইচ মিল সরবরাহ করছে।
এরপর এগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। জব্দকৃত চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ২৬০ বস্তা মিনিকেট চাল আটক করা হয়েছে। মিনিকেট নামে কোনো চালের প্রজাতি বাজারে নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার তত্ত্বাবধানে আটককৃত চাল রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :