ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : সহপাঠীর ছুরিকাঘাতে সহপাঠী খুন হওয়ার ঘটনা ঘটেছে। প্রেম সংক্রান্ত ঘটনায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন হাসপাতালের সামনের ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বিগ্ন দেখা দিয়েছে। জানাযায়, আজ বুধবার সকাল সোয়া ১০ টার দিকে দেওখোলা হাসপাতাল রোডে একটি প্রাইভেট সেন্টারে পড়তে আসে ছাত্র-ছাত্রীরা। এমন সময় হঠাৎ তর্কে জড়িয়ে পড়ে সাইদ ও সুমন গংরা। একই উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র সুমন মিয়া তার হাতে থাকা চাকু দিয়ে সহপাঠী সাঈদ (১৭) ও শ্রাবণ (১৭) কে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাইদ (১৭), পিতা-মোঃ আবু তাহের সাং-দেওখোলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক সাঈদ কে মৃত ঘোষনা করেন। নিহত আবু সাইদ হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঘটনার মূল হোতা মোঃ সুমন কে আটক করে পুলিশ। সুমন মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে মন্ডলবাড়ী গ্রামে নানার বাড়ীতে থেকে লেখা পড়া করত।
আপনার মতামত লিখুন :