ফুলবাড়িয়ায় সিএনজি থেকে পালিয়েছে ২ আসামী : ভালুকা থানায় মামলা


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ৬:২২ অপরাহ্ন / ২৫৫
ফুলবাড়িয়ায় সিএনজি থেকে পালিয়েছে ২ আসামী : ভালুকা থানায় মামলা

মো. আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা থেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন আসামী নিয়ে যাওয়ার সময় সিএনজি থেকে দুই আসামী পালিয়েছে। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা থেকে দুই আসামী পালিয়ে যায় বলে থানা সূত্র নিশ্চিত করেছে। পালিয়ে যাওয়া আসামীরা হল মোঃ শহিদ (১৯) ও আসিফ (১৯) তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়। একটি চুরি মামলায় তারা আসামী ছিলেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ভালুকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়, ফুলবাড়িয়া থানায় গত ২৭ আগস্ট চুরির ঘটনায় পৃথক দুটি মামলা হয়। যার মামলা নং- ৩০ (৮) ২০২৩ এবং ৩১ (৮) ২০২৩। পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাই গ্রাম থেকে আশরাফুল আলমের পুত্র পারভেজ মোশারফ (১৯), ত্রিশাল থানার ধানীখোলা গ্রাম থেকে মৃত ইমান আলীর পুত্র মোঃ শহিদ (১৯) এবং উজান বৈলর থেকে মৃত আঃ বারেকের পুত্র আসিফ (১৯) গ্রেফতার করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত তাদের শিশু মনে করে কিশোর উন্নয়ন কেন্দ্র, টঙ্গী, গাজীপুরে প্রেরনের আদেশ প্রদান করেন।
উক্ত আদেশে আসামীদেরকে রোববার (২৭ আগস্ট) ফুলবাড়ীয়া থানায় কর্মরত এএসআই আমিনুর হোসেন ও সঙ্গীয় ফোর্স মেজবা উদ্দিন সিএনজি যোগে কিশোর উন্নয়ন কেন্দ্র, টঙ্গী গাজীপুরে দিকে রওনা হন। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সিএনজি হতে মোঃ শহিদ (১৯), আসিফ (১৯) হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারে ব্যর্থ হয়ে এএসআই আমিনুর হোসেন বাদী হয়ে ভালুকা থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, একটি সিএনজিতে ৫ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন। সেখানে ৩ জন আসামী ও দুইজন পুলিশ সদস্য নিয়ে রাতের বেলায় কিভাবে ঢাকায় আসামী প্রেরণ করা হল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে? বিষয়টি হাস্যকর বলছেন অনেকে। আসামী প্রেরণে নিরাপত্তা ঘাটতি আছে কি না তা নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে রাজি হননি।
ভালুকা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, দুই আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ভালুকা থানায় এএসআই আমিনুর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।