ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য (ফুলবাড়িয়া-মুক্তাগাছা) ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাও. আব্দুল মোন্নাফ। পরিচালনা কমিটির সভাপতি গোলাম হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাও. এ.কে.এম আব্দুস ছালাম। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :