মো. আব্দুস ছাত্তার : রবিবার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি, ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন এডভোকেট । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ফুলবাড়িয়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা কামরুজ্জামান দুলাল, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (মুক্তা)। স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
এ সময় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়াবিদ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কারত তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :