মো. আব্দুস ছাত্তার : শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের ২০১৮-১৯ সেশনের মেধাবী ছাত্র মামুন হাসান এর নির্মম হত্যাকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ‘তারুণ্য দ্বীপ্ত বাংলাদেশ’ ও ‘আছিম এলাকাবাসী’ এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আছিম বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ, আছিম উচ্চ বিদ্যালয়, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যা নিকেতন, আছিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসার প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় নিহতের ভাই আসাদুজ্জামান, স্থানীয় আব্দুল মোতালিব, যুবলীগ নেতা মফিজ উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, স্থানীয় মেম্বার গোলাম ফারুক, স্বেচ্ছায় রক্তদানে লিবারেল ফাউন্ডেশন সোহাগ, তারিকুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ।
রফিক রাজু একাডেমীর পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালিব (আলম), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, আছিম পাটুলী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মফিজ উদ্দীন, ৪নং ওয়ার্ড মেম্বার গোলাম ফারুক, স্বেচ্ছায় রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের সোহাগ, তারিকুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, শুধু খুনিদের গ্রেফতার করলেই হবে না। যাদের জন্য খুনের ঘটনা মজিবুর রহমান, তার দুই মেয়ে মাহমুদা, শান্তা সহ যারাই জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আছিমের সকল মানুষের সমন্বয়ে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নে হুরবাড়ি গ্রামে শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে মামুন হাসান (২১) খুন হয়। পুলিশ ঘাতক বন্ধু শাকিল (২২) কে গ্রেফতার করে। মামুন উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। অপরদিকে, শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মৈশেরচালা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
রবিবার কলেজ শিক্ষার্থীর বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামী করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।
আপনার মতামত লিখুন :