ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার এক বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ২:০২ অপরাহ্ন / ৪৬৮৪
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার এক বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা

মো. আব্দুস ছাত্তার : ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে মোহাম্মদ নাহিদুল করিম গত ৩০ জানুয়ারি সোমবার ১ বছর পূর্ণ করেছেন। কর্মব্যস্ততার কারণে এদিন বিকালে নিজ কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিভিন্ন অফিস প্রধান, বিভিন্ন ব্যক্তি ফুলেল শুভেচ্ছা জানান ও কেক কাটেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্বয় কমিটির সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিকালে ময়মনসিংহের অন্যতম ‘দৈনিক স্বদেশ সংবাদ, আমাদেরসময়, নিউ নেশন ও অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার। এর আগে সোমবার (৩০ জানুয়ারি) বিকালে ফুলেল শুভেচ্ছা ও কেক নিয়ে আসেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার এর নেতৃত্বাধীন ভূমি অফিসের কর্মরতরা। এরপর ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। অতিতের ন্যায় আগামীতেও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।