মো. আব্দুস ছাত্তার : সোমবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইমদাদুল হক সেলিম এডভোকেট।ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য আরও রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বল প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট তুলে দেন নব নির্বাচিত কমিটির সদস্যরা। পরে অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করেন নব নির্বাচিত কমিটির সদস্যদের।
আপনার মতামত লিখুন :