মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

বঙ্গবন্ধু’র ঐতিহাসিক রাজনৈতিক কার্যক্রম সম্মিলিত ভ্রাম্যমান জাদুঘর এখন ময়মনসিংহে

রিপোর্টার / ১৯০ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ২:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার দর্শন-রেলপথের উন্নয়ন এই শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে দপ্তরের উদ্যোগে রেলওয়ের বগিতে স্থাপিত এ ঐতিহাসিক জাদুঘরটি সারাদেশ ভ্রমণ করছে। এরই ধারাবাহিকতায় রেলওয়ে এ জাদুঘরটি গত বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে রেল জাদুঘরটি ময়মনসিংহ জংশন স্টেশনে পৌছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ৬ দিন রেলজাদুঘরের প্রদর্শন চলবে। পরদিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকেই সর্বস্তরের দর্শনার্থীদের প্রদর্শনের জন্য খুুলে দেয়া হয়। এই অবস্থান কালীন সময়ে জনসাধারণের জন্য এ ভ্রাম্যমান যাদুঘর উন্মোক্ত থাকবে। গেল দু’দিন ধরেই সকাল-সন্ধা রেল জাদুঘরটিতে সকল বয়সী ছেলে-মেয়ে,নারী-পুরুষ আগ্রহ নিয়ে দেখতে ভীর করছেন। একটি রেলকোচে প্রতিষ্ঠিত রেল জাদুঘরটিতে মুক্তিযুদ্ধের প্রাক্কালের বাংলাদেশ,বাংলাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সংগ্রামী নায়ক বঙ্গবন্ধুর ইতিহাস ও ঐতিয্য সন্বিবেশিত করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৭ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী এ ঐতিহাসিক জাদুঘরটি পরিদর্শন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় রেলওয়ে থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ পালোয়ান, বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা দীপক কান্তি দাশ, আলহাজ্ব মোঃ আবুল হোসেন, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মোঃ আবু তাহের, বাবু তপন সাহা প্রমূখ ছিলেন।
এছাড়াও রেলওয়ে স্টেশন সুপার জাহাঙ্গীর আলমসহ বেশকিছু সংখ্যক রেলওয়ে কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী রেলওয়ে স্টেশনে এসে রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কার্যালয়ে এসে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাগন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তীকে ফুলেল শুভেচছা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৪৩ থেকে ১৯৭১ পর্যন্ত ঐতিহাসিক রাজনৈতিক কার্যক্রম সম্মিলিত এক ভ্রাম্যমাণ জাদুঘর স্থাপন করেছেন। সম্প্রতি জাতির পিতার স্মৃতি বিজরিত এ ঐতিহাসিক রেলওয়ে ভ্রাম্যমান যাদুঘরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com