রঞ্জন মজুমদার শিবু : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। বঙ্গবন্ধু আমাদের রাখাল রাজা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৭ মিনিটের ভাষণ আমাকে আন্দোলিত করে। এই ভাষণ মুক্তিকামী মানুষ যারা দেশের জন্য লড়ছিল তারাই বুঝতে পেরেছিল। তাঁর এই ভাষণে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধায় নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির ২য় দিনের আলোচনা সভায় উপাচার্য আরো বলেন, ‘বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন আর কেউ নয়। বাকী যে জন স্বাধীনতার ঘোষক হিসাবে দাবি করেন তার সর্ম্পকে আপনারা সবাই জানেন’। তিনি ময়মনসিংহ মুক্ত দিবসের স্মৃতিচারণ করে বলেন, ৭ ডিসেম্বর হালুয়াঘাট পাকহানাদার মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা ফুলপুর-তারাকান্দা হয়ে ময়মনসিংহের দিকে মিছিল করে এগিয়ে আসে এবং পাকিস্তানী বাহিনী হঠিয়ে ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মতিউর রহমান। ১০ ডিসেম্বর সার্কিট হাউজ মাঠে সকালের কথা উপলব্দি করতে পারলে মুক্তিযুদ্ধকে উপলব্দি করা যায়।
উপাচার্য আরও বলেন, উন্নয়নের জোয়ার আমাদের আছে, এই নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের সময় এসেছে মুক্তিযুদ্ধের আলোকে সংগঠিত হতে হবে। ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহলের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাথে আমাদের এক সাথে থাকতে হবে। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সহ-সভাপতি এফ.এম. আনোয়ার হোসেন বাবু ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক ইউনিট শাখার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বদর উদ্দিন আহমেদ, সাদেক খান মিল্কি টজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি. রিমন মোঃ জামায়েল সামী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি’র প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এর সভাপতি কৃষিবিদ মোঃ বজলুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :