বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধোবাউড়া ও নান্দাইল চ্যাম্পিয়ন


swadeshsangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন / ১৬৮
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধোবাউড়া ও নান্দাইল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে নান্দাইল উপজেলার মাদারীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানারআপ হয়েছে নান্দাইল উপজেলা। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নান্দাইল পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ঈশ্বরগঞ্জ উপজেলার দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানারআপ হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠান শেষে সভাপতি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।