রঞ্জন মজুমদার শিবু : ময়মনসিংহ জেলা পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সমাপনী ও ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এসময় তিনি বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মন ভাল থাকে এবং মনকে পরিশোধিত করে। তিনি আরো বলেন, যে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে জীবনে চলার পথে কাজে লাগে। তাই খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ-এ নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম গৌরীপুর উপজেলার শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপ-এ নান্দাইল উপজেলার পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ৫-০ গোলে সদর উপজেলার সিরতা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে জয়লাভ করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপে সর্বোচ্চ গোলদাতা নান্দাইল উপজেলার মাবাশ্বির ৬টি গোল করে, সেরা গোলকিপার নান্দাইল উপজেলার মোঃ শাহাদাত হোসেন পরান এবং সেরা খেলোয়ার নান্দাইল উপজেলার মোঃ রামিম মিয়া। অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপে সর্বোচ্চ গোলদাতা ৫টি গোল করে পান্না, সেরা গোলকিপার মোসা: সোহানা (নান্দাইল), সেরা খেলোয়ার পান্না (নান্দাইল)।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক।
এসময় পিটিআই সুপারেটেন্ডেন্ট রকিবুল ইসলাম তালুকদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শফিকুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান ও মোঃ শহদিুজ্জামান মহানগর আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ্ওহতেশামুল আলম সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা। ধারা বর্ণনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান ও সহকারি শিক্ষক বিলকিস আক্তার রুমা।
আপনার মতামত লিখুন :