স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেহে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা যে কোন রোগ-জীবাণু ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে রোগ মুক্ত রাখে। কিন্তু এইচআইভি এইডস হলো একটি বিশেষ ধরনের ভাইরাস জনিত রোগ। যেটি মানুষের শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন বিভিন্ন ধরনের রোগ-জীবাণু শরীরকে সহজেই আক্রমন করে এবং এক পর্যায়ে শরীরে নানা রকম প্রাণঘাতি রোগের লক্ষণ দেখা দেয়। এই অবস্থাই হল এইডস। তিনি আরো বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা এবং আক্রান্ত কোন ব্যক্তির ব্যবহৃত ইনজেকশনের সুই বা সিরিঞ্জ ভাগাভাগি করে ব্যবহার না করা। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এ রোগের সংখ্যা কম কিন্তু আমরা অত্যন্ত ঝুকির মধ্যে রয়েছি। কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোতে এইডস রোগীর সংখ্যা বেশী। সেসব দেশের সাথে আমাদের ব্যবসা বানিজ্য রয়েছে। আমাদের যোগাযোগও বেশী। তাই আমাদের এখনই সচেতন হয়ে চলতে হবে। মনে রাখতে হবে এটি কোন ছোয়াচে রোগ নয়। সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড় এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক কাজী মাহফুজুল করিম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডাঃ তোবাউল জান্নাত লিমাত। মূল বিষয়বস্তুর উপর পেজেন্টেশন উপস্থাপন করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার আব্দুল্লাহ আল আশিস। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এডভোকেট পাপেল, জয়িতা তনু হিজরা, শিক্ষক মাহবুবুর রহমান, সমাজসেবিকা শান্তনা সরকার শেলি প্রমুখ। মতবিনিময় সভায় আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, হিজরা, সমাজসেবী অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :