বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ৩:২৬ অপরাহ্ন / ১৮৯
বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

রঞ্জন মজুমদার শিবু : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারী) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর সহযোগীতায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। এসময় তিনি বলেন, সমাজে যার কেউ নেই তার সমাজসেবা আছে। সমাজসেবা কার্যালয় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। বর্তমান সরকার পিছিয়ে পরাদের স্বীকৃতি দিয়েছে। তাদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুযোগ দেয়া হচ্ছে এর সদব্যবহার করতে হবে। কোথাও কোন অপ্রিতিকর পরিস্থতি তৈরী করবেন না। সরকারের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সমাজসেবা কার্যালয় ভিক্ষুক পূর্নবাসন, বিধবা ও বয়স্ক ভাতা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত্রদের এককালীন আর্থিক সহায়তা সহ নানাবিধ কাজ করে যাচ্ছে। ভিক্ষুকদের পুর্নবাসন কেন্দ্রের কাজ চলছে। সমাজসেবার এই কাজের জন্য সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন ২০৪১, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে মিলে কাজ করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ূম এর সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, টিটিসি’র অধ্যক্ষ মাহতাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এর সদস্য সৈয়দা সেলিমা আজাদ, সেতু বন্ধন এর সভাপতি আনিসুর রহমান তনু। আলোচনা শেষে অতিথিবৃন্দ ৫০ দিনের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে ২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।