মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মতবিনিময় সভা

রিপোর্টার / ৫৯ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : শতবর্ষের ঐতিয্যবাহী শিক্ষক সংগঠন (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ
শিক্ষক সমিতি (বিটিএ)’র সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। সভায় নেতৃবৃন্দ বলেন, কোন আন্দোলন কখনই ব্যর্থ হয়না, যদি সে আন্দোলন হয় নিয়মন্ত্রাতিক রুটি রুজির। তাই আপনারা নিরাস হবেন না। গত আন্দোলনে আমরা ব্যর্থ হইনি। আমাদের কিছু অর্জন হয়েছে। আমরা প্রনোদনা পেয়েছি। আমাদের দাবি বাস্তবায়নে ২টি কমিটি ঘোষনা করা হয়েছে। এটা আমাদের আন্দোলনের ফসল। নেতৃবৃন্দ আরো বলেন, আন্দোলনের সকল কৃতিত্ব সারাদেশের বিটিএ শিক্ষদের সাথে মহিলা শিক্ষদেরও ভ’মিকা কোন অংশে কম নয়। তাদের সরব উপস্থিতি ছিল। আমরা আন্দোলনে ব্যর্থ না সফল তা বলার সময় আসে নাই। আমাদের আন্দোলন বৈষম্য দুরীকরনের। তা বাস্তবায়ন করে ছাড়ব। নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, শিক্ষার্থীদের উন্নয়ন হয়েছে। কিন্তু শিক্ষকের কোন উন্নয়ন হয় নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে আমাদের দাবি আদায় না হলে আরো জোড়ালে আন্দোলন করা হবে। আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বেই আমাদের দাবী বাস্তবায়ন করবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার সভাপতি মোঃ শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। এছাড়া জেলা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিটিএ শিক্ষক সমিতির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com