স্টাফ রিপোর্টার ঃ বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ : কমিউনিটি পর্যায়ে ময়মনসিংহে আয়োজিত হলো জয়েন্ট একশন গ্র্যান্ট প্রকল্পের উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর ভাটিকাসরস্থ কারিতাস ময়মনসিংহ অঞ্চল সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মালালা ফান্ডের অর্থায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ময়মনসিংহের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সংস্কৃতি কর্মিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেয়।
কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ আইন নিয়ে আলোচনা করেন বক্তারা।
বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্য বিবাহ একটি বড় বাধা। বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরী হয় তা ছাড়া পারিবারিক ভাবে অশান্তি দেখা দেয়। বাল্য বিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে অভিবাবক, কাজী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে মতবিনিময় সভা করতে হবে।
প্রকল্প পরিচিতি ও কর্মশালার উদ্দেশ্য নিয়ে বর্ণনা করেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো: বিল্লাল হোসেন। তিনি বলেন, মালালা ফান্ডের সহায়তায় জয়েন্ট অ্যাকশন গ্রান্ট নামে এই প্রকল্পটি পিপলস ইমাপ্লমেন্টেশন (পপি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ফাউন্ডেশন এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মেয়েদের শিক্ষা উন্নয়নে অভীষ্ট জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যকরী ভ’মিকা নিশ্চিত করতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কর্মসূচি বাস্তবায়ন করবে। বিশেষত মেয়েদের বিকাশে বহুল প্রচলিত নেতিবাচক সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী রীতিগুলোকে চ্যালেঞ্জ করাই এ প্রকল্পের উদ্দ্যেশ্য। তবে সুনির্দিষ্টভাবে ময়মনসিংহ ও রংপুর বিভাগে কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পটি প্রধানত দুটি ফলাফল অর্জন করবে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করা এবং নির্ধারিত এলাকাসমূহে বাল্যবিবাহের ঘটনা হ্রাস করা।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ পর্যালোচনা করেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর কো অর্ডিনেটর রকিবুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :