শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা বিমল পালের ৩০০ কিলোমিটার পদযাত্রা শুরু

রিপোর্টার / ১৮৯ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিজয়ের মাসে ৩০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। এটি তাঁর ৪র্থ পদযাত্রা। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের বঙ্গবন্ধু চত্বর হতে এ পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।
অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতে আগামী ১০ দিন তিনি জেলার বিভিন্ন উপজেলায় এই পদযাত্রা করবেন। সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটি’র আহ্বায়ক শংকর সাহার সভাপতিত্বে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা সুলতানা, কবি ইয়াজদানী কোরায়শী, আইনজীবী মতিউর রহমান ফয়সাল নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আবদুল কাদির চৌধুরী মুন্না প্রমুখ।
সহযোগিতায় আছে ক্লিন আপ বাংলাদেশ, ময়মনসিংহ টিম, মের্সাস এসবি অয়েল মিলস, ময়মনসিংহ, জেলা প্রশাসন, ময়মনসিংহ, জেলা পুলিশ, ময়মনসিংহ, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি, ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট, হেল্প প্লাস ফাউন্ডেশন, বিবেক টেলি স্টোর, মের্সাস ভিকিরাম কানু, ফারুক হাসান, কাউন্সিলর, ৮নং ওয়ার্ড, মসিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com