বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান


swadeshsangbad প্রকাশের সময় : জুন ২৪, ২০২৩, ২:১০ অপরাহ্ন / ৮৭
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (২৪ জুন) বিকেলে মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়। ফাইনাল খেলায় জামালপুর জেলা দল ময়মনসিংহ জেলা দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ময়মনসিংহ জেলা দলের মারুফ। ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন ময়মনসিংহ জেলা দলের মারুফ। ম্যান অব দি ম্যাচ হয়েছেন জামালপুর জেলা দলের ইকবাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেং পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, আমাদের যুব সমাজকে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ দেয়ার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আজকের যুব সমাজকে সঠিকভাবে কাজ করতে হবে তবেই দেশ এগিয়ে যাবে। জঙ্গিবাদ, মাদক সন্ত্রাস, বাল্যববাহ থেকে দুরে থাকতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনারা সর্বতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে এজেন্ডা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, বর্তমানে খেলাধুলায় ময়মনসিংহ বিভাগ একটি ভালো অবস্থানে আছে। এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আমরা যে কোন প্রতিযোগিতায় জয়লাভ করে ফিরব।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবিদা সসুলতানা, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এস.আই.এম ফেরদৌউস আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মনোয়ার হোসেন মনির, রানা, গোলাম মোস্তফা ও সোহেল।