মো. আব্দুস ছাত্তার : ২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য, ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
জাতীয় সংসদ সদস্য, গণ পরিষদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এর উদ্যোগে আলোচনা সভা, পৌর সদরের ভালুকজানস্থ বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার (শিমুল তরফদার), আওয়ামী লীগ নেতা এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক গোলাম ফারুক আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান (ভিপি জামান) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাধীনতা, বঙ্গবন্ধু ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা বিষয়ে রচনা প্রতিযোগিতা (মাধ্যমিক), চিত্রাংকন প্রতিযোগিতা (প্রাথমিক), দুপুর- ১২.০০ ঘটিকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৫ মার্চের উপর দূর্লভ আলোকচিত্র প্রর্দশনী, ভালুকজান ব্রীজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পন ও আলোচনা সভা, প্রতীকী ব্ল্যাক- আউট-০১ মিনিট করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য, গণ পরিষদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী আসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর হতে র্যালি নিয়ে ভালুকজানস্থ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :