স্টাফ রিপোর্টার ঃ সোমবার (১০ মার্চ) ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছামছুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক মানুষই বিদেশে যায়, কিন্তু যারা কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসছে, তাদেরকে নিয়ে কাজ করছে ব্র্যাক। ব্র্যাকের এই প্রকল্প সত্যিই প্রসংশনীয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সদস্য আনোয়ারা খাতুন। এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিদেশফেরত অভিবাসী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কীভাবে পুনরেকেত্রীকরণের কাজ করছেন তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভালুকা উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রফিকুল ইসলাম। এ সময় ইউনিয়নের ওমান ফেরত অভিবাসী অন্তর মিয়া তার অভিজ্ঞতা শেয়ার করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ময়মনসিংহ জেলার এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ নাসিম উদ্দিন।
উল্লেখ্য, বিদেশ-ফেরত বাংলাদেশিরা যেন দেশে এসে ফের ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে ব্র্যাক। ২০১৭ থেকে ২০২২ এই সময়ে প্রত্যাশার প্রথম ধাপ বাস্তবায়ন শেষে এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় অন্তত: ১০ হাজার জন মানুষ বিমানবন্দরে সহায়তা পাবেন। পাশাপাশি ৭ হাজার ৭০০ জন বিদেশ-ফেরত মানুষ যেন ফের দেশে আয় করতে পারেন সেজন্য তাদেরকে ধাপে ধাপে সহায়তা করা হবে।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
আপনার মতামত লিখুন :