স্টাফ রিপোর্টার : “শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মননিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবসের বর্ণাঢ্য র্যালী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল হক মৃদুল, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :