স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং খেলা শেষে ট্রফি প্রদান করা হয়। বুধবার (১১ অক্টোবর) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সি (টিপু), ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ, কে, এম দেলোয়ার হোসেন মুকুল, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ নাজিমুল ইসলাম নাজু সহ প্রমূখ। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :