ব্র্যাক ও ইউনিসেফের যৌথ আয়োজনে ময়মনসিংহে জমজমাট উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়


swadesh sangbad প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন /
ব্র্যাক ও ইউনিসেফের যৌথ আয়োজনে ময়মনসিংহে জমজমাট উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়

স্টাফ রিপোর্টার : টেকসই জীবিকা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক ও ইউনিসেফ যৌথ উদ্যোগে উদীয়মান উদ্যোক্তাদের নানান পণ্য নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে দুদিনের ‘উদ্যোক্তা মেলা’। বৃহস্পতিবার (২২ মে) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান। এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
‘এমপাওয়ারিং মোস্ট ডিসঅ্যাডভান্টেজড অ্যাডোলেসেন্ট, ইয়ুথ এন্ড ইয়াং উইমেন বাই ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম ফর অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় ৩০ জন সফল নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। স্টল গুলোতে ক্রেতারা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন নানা পণ্য, চলছে কেনা-বেচা। এখানে বুটিক, হস্ত ও কুটির শিল্প পণ্য যেমন মিলছে, তেমনি ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন তৈরি পোশাক, পিঠা ও নানা ধরণের হাতের তৈরি খাবার, কেক, ইলেকট্রনিক সামগ্রিসহ নানা কিছু।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। সরকারি চাকরির প্রতি আমাদের রয়েছে বিশেষ মোহ, কিন্তু সে তুলনায় বেসরকারি চাকরি বা আত্মকর্মসংস্থানের মূল্যায়ন নেই। আমরা এই দৃষ্টিভঙ্গি বদলাতে চাই।
ক্রেতাদের দৃষ্টি আকর্শনে এবং সফল উদ্যোক্তা হতে হলে কাজের ভিন্নতা আনতে হবে। কোন কাজই ফেলনা নয়। তাই যে কোন বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে হবে এবং দক্ষ হতে হবে। নিজ নিজ যোগ্যতায় স্বাবলম্বী হবেন। আপনার সমৃদ্ধি রাষ্ট্রের সমৃদ্ধি।
এর আগে ‘উদ্যোক্তা মেলা’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ মাহতাব উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনিন সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নূরুল মোহাম্মদ, সমাজসেবা অফিসার মির্জা নিজুয়ারা, ইউনিসেফ এডুকেশন অফিসার সাব্বির আহম্মেদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির খন্দকার মনসুর আহমেদ। আরও বক্তব্য রাখেন ব্র্যাকের জে এম সাইফুল ইসলাম, দক্ষতা ও উন্নয়ন কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার আফজাল হোসেন, তরুণ উদ্যোক্তা নূরজাহান আক্তার রাত্রি। শুক্রবার, ২৩শে মে মেলাটি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্স।
উল্লেখ্য, উদ্যোক্তা মেলায় অংগ্রহণকারীদের অধিকাংশই নারী ও যুবক, যারা ব্র্যাক ও ইউনিসেফের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মেলায় উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সামনে নিজেদের তৈরি নানা পণ্য ও হস্তশিল্প সামগ্রি বিক্রি ও প্রদর্শনের জন্য উপস্থাপন করবেন। এর ফলে ভোক্তাদের সঙ্গে উৎপাদকের সরাসরি যোগাযোগের পাশাপাশি বৃহত্তর বাজারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে বলে মেলার আয়োজকরা আশা করছেন।