ভালুকায় কৃষকদের সংবাদ সম্মেলন, মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন / ১৬৮
ভালুকায় কৃষকদের সংবাদ সম্মেলন, মাছ  চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার রাজৈ ইউনিয়নের রাজৈ গ্রামের মংলাধাইর বিলের জমির বেশ কিছু মালিক। বৃহষ্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে মংলাধাইর বিলের পাড়ে সাংবাদিকদের নিয়ে গিয়ে তারা ওই প্রতিবাদ জানান।

ওই সময় উপস্থিত কৃষকগণ জানান, মংলাধাইর বিলে ৩৫০একর জমি রয়েছে। এক সময় ওই বিলের জমিতে কাঠা(৬.৭৫শতাংশ) প্রতি ৫-৬মন করে বোরো ধান উৎপন্ন হতো। কিন্তু, পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা লেগে ওই বিলের কৃষকগণ প্রায় তাদের জমিতে ১০বছর যাবৎ বোরো ধানের আবাদ করতে পারছেন না। এতে, তাদেরকে অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। ফলে, জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে না পারায় তারা মাছ চাষের জন্যে এম এম এগ্রো এন্ড ফিসারিজের কাছে তাদের জমি ১০বছর মেয়াদে লিজ দিয়েছেন। এদিকে, একটি মহল ওই জমিতে মাছ চাষ করতে না দেওয়ার জন্যে উঠে পরে লেগেছে। তারা ওই বিলে মাছ চাষ ব্যহত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে।

ওই সময় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান মনির, মো. কামরুজ্জান, আলী আকবর মাস্টার, সিরাজ রেপারী, ছফির উদ্দিন ফকির, আব্দুল খালেক মাস্টার, আব্দুস সামাদ শাহ আলম প্রমুখ।

আব্দুল খালেক মাস্টার জানান, মংলাধাইর বিলে তাঁর পরিবারের প্রায় ১৯একর বোরো জমি রয়েছে। কিন্তু, জলাবদ্ধতার কারণে প্রায় ১০বছর যাবৎ ওই জমিতে কোন ফসল উৎপাদন করতে পারছেন না। তাই, নিরুপায় হয়ে তারা মাছ চাষের জন্যে তাদের জমি লিজ দিয়েছেন।

এম এম এগ্রো এন্ড ফিসারিজের পরিচালক মো. মাহফুজ আকন্দ জানান, মংলাধাইর বিলের মাছ চাষের জন্যে তিনি ওই বিলের প্রায় ৯৫%জমির মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।