ভালুকা থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন / ৩১৪২
ভালুকা থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মো. হুমায়ুন কবির (৪০)নামের এক উপপরিদর্শকের(এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ আজ বুধবার (০৮ জানুয়ারী) সকালে থানা ভবনের দ্বিতীয় তলার ব্যারাকে নিজ বিছানার উপর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে ওই লাশটি উদ্ধার করে। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মালাউড়ি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতালানা, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, ডিবির ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনারদিন আজ বুধবার সকাল ১১টার দিকে ভালুকা মডেল থানার দ্বিতীয় তলার একটি ব্যারাকে নিজ বিছার উপর সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেধে ঝুলে আত্মহত্যা করেন। পরে, টের পেয়ে থানা পুলিশের অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘মো. হুমায়ন কবির ২০০০সালে কন্সস্টেবল পদে বাংলাদেশ পুলিশ যোগদান করেন। এরপর এসআই পদে পদোন্নতি পেয়ে মাস ছয়েক আগে ভালুকা মডেল থানায় যোগদান করেন। এর আগেও তিনি এই থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। স্ত্রীসহ ইন্টারমিডিয়েট পড়–য়া এক মেয়ে এবং অষ্টম শ্রেণিতে পড়–য়া একটি ছেলে রয়েছে তার।’

অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতালানা বলেন, ‘এস আই হুমায়ন কবির দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ তিনি ২৮দিনের ছুটি শেষে গত মাসের ৭তারিখে কাজে যোগদান করেন। প্রাথমিক ধারণা, এসআই হুমায়ুন করিব আত্মহত্যা করেছেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং রিপোর্ট পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত বলা যাবে।’

অসমর্থিত একটি সূত্রে জানা যায়, এস আই মো. হুমায়ুন কবির বেশ কিছু দিন যাবৎ মনমরা হয়ে থাকতেন। ঘটনার পূর্ব মুহুর্তে রশি হাতে ঘুরা ফেরা করতে দেখে একজন তাকে জিজ্ঞেস করেন, স্যার রশি দিয়ে কী করবেন? তখন জবাবে তিনি বলে ছিলেন, ‘কাপড় ধোয়ে রশি টানিয়ে শোকাতে দিবেন।’