মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন / ২৪২
মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সোমবার (৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক ‘মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এ প্রকল্প সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং সে মোতাবেক নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী প্রকল্প প্রত্যাশী সংস্থা ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ এবং প্রকল্পের মূল্যাঙ্ক সংগ্রহের জন্য অনুষঙ্গী সাব-রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগ ও বন বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদানপূর্বক সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের উপস্থিত কর্মকর্তাগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ প্রকল্প সম্পন্ন হলে মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক আরো নিরাপদ ও যোগাযোগ বান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে প্রকল্প অগ্রগতি বিষয়ক সভায় ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষে এ বি এম আশরাফুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার সাব রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেন খন্দকার, ময়মনসিংহ সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ সরকারি দপ্তরের আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার অন্তর্ভুক্ত মোট ১৬টি মৌজার বিপরীতে এ প্রকল্পে জমির পরিমাণ ৬৩.৭৪৭০ একর।