মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন / ৬৮
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সেলিম মিয়া(৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল আটটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম মিয়ার গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।
সেলিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হিরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার (৪আগস্ট) ঢাকা থেকে এসে সেলিম মিয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় এবং শনিবার সকাল আটটায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১৮২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে পুরুষ ১৪২ নারী ৩৪ শিশু ৬।
নতুন করে গত ২৪ ঘন্টায় ২৭ জন রোগী ভর্তি হয়েছে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে ৩ জন। গত ২ মাসে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন রোগী মারা গেছে।