স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার (০৪ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ জন। হাসপাতালে মোট রোগী রয়েছে ১৫৮ জন। এরমধ্যে পুরুষ ১২৬, নারী ২৬ ও শিশু রয়েছে ৬ জন। তিনি আরও বলেন, ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীদের জন্য হাসপাতালে অক্সিজেন, ফ্লুইডসহ যাবতীয় সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে মশারি, খ্যাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। তিনি আরো জানান অধিকাংশ রোগী ঢাকা থেকে আগত। তাদের বাড়ি ময়মনসিংহে।
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের ২ জুলাই বিলকিস বেগম এবং ৭ জুলাই আব্দুর রাজ্জাক, ১০ জুলাই আসমা বেগম এবং ১৬ জুলাই আরিফ, ১ আগষ্ট সকালে হাবিব নামে এক রোগীর মৃত্যু হয়। এনিয়ে হাসপাতালে গত ২ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :