ময়মনসিংহে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক ৯ দিনব্যাপি প্রশিক্ষণ শুরু


swadesh sangbad প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ন /
ময়মনসিংহে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক ৯ দিনব্যাপি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ময়মনসিংহ জেলার ২৫ জন পুরোহিত ও সেবাইতদের নিয়ে ৩ টি বিষয়ে (হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভ’মি আইন ও আইসিটি) ৯ দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর কালি সংকর গুহ রোডস্থ (পন্ডিত বাড়ী) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলা কার্যালয়ে প্রদীপ জ¦ালিয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ।
প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার।
এসময় সহকারি কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ আল ইমরান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ময়মনসিংহ জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) টুম্পা দেবনাথ, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সেজুতি রায় সহ প্রশিক্ষণার্থী পুরোহিত ও সেবাইতগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের শুরুতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।