স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ময়মনসিংহ নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং সকল ধরনের অপরাধ ও নাশকতা দমন রাখতে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন মন্দির ও প্রতিমা গড়ার প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শংকর সাহা, মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির (বড় কালীবাড়ি) কমিটির সাধারণ সম্পাদক শ্রী যাদব সেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দিলীপ সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ডিবি ওসি ফারুক হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রতিমা তৈরীর সময় নিরাপত্তা ও যাথাযোগ্য সম্মান রক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং আনন্দ ও উদযাপনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রতিপালন নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :