ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৬


swadeshsangbad প্রকাশের সময় : মে ৩১, ২০২৩, ২:৫০ অপরাহ্ন / ৯২
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৬ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আলা উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ রেলওয়ে কলোনী হতে মাদক মামলার আসামী মোঃ আতিকুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআই শারমিন জাহান শাম্মী এর নেতৃত্বে একটি টীম অভিযান করে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা হতে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামী কাজী মোহাম্মদ সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসআই তানভীর আহমেদ ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অভিযান করে কোতোয়ালী মডেল থানাধীন গনেশ্যামপুর এলাক হতে ধর্ষনের চেস্টা মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়। এসআই আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বিসিক মোড় হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রনি মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হতে অন্যান্য মামলার আসামী কামরুল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।