ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৪


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১:০০ অপরাহ্ন / ১৩৫
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আলী আকবর এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন দড়ি ভাবখালী এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী নাজমুল হক মাসুদকে গ্রেফতার করা হয়। এসআই রুবেল মিয়া এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর কসাইপাড়া হতে মাদক মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এছাড়া বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে হতে অন্যান্য মামলার আসামী বাবু ও ইরফান ইসলাম কনিজ ওরফে ইরফান ইসলাম কলিংসকে গ্রেফতার করা হয়। এসআই নিরুপম নাগ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বিদ্যাগঞ্জ বাজার এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ নাজমুল হককে গ্রেফতার করে এবং রঘুরামপুর মাঝিপাড়াস্থ হতে মাদক মামলার আসামী মোছাঃ সাহারা খাতুন কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০০ গ্রাম উদ্ধার করা হয়। এসআই তানভীর আহম্মেদ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা এলাকা হতে মারামারি মামলার আসামী জয়কে গ্রেফতার করা হয়। এএসআই আয়েছ মিয়া এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ আল আমিন ও মোঃ সজীব মিয়াকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই আয়েছ মিয়া, নূরুজ্জামান, ওমর ফারুক, ইকবাল হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা, ০১টি সিআর ও ০২টি জিআর সহ সর্ব মোট ০৪টি বডি তামিল করা হয়। সিআর সাজা পরোয়ানায় ০২ জন। মোঃ খালেদ হোসেন নাইম ও মোঃ খালেদ হোসেন নাইম। সিআর সাজা পরোয়ানায় ০১ জন মোঃ শহিদুল ইসলাম। জিআর পরোয়ানায় ০২ জন মোঃ সজিব মিয়া ও মোঃ আসাদুল ইসলাম। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।