স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়া, জেলা ক্রীড়া অফিস ময়মমনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৩/২০২৪খ্রি. এর আওতায় (অনুর্ধ্ব-১৫) বছরের বালক/বালিকাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ইভেন্টর মধ্যে ছিল বালকদের “কাবাডি/দাড়িয়াবান্ধা” বালিকাদের জন্য “বৌছি” মোড়গ লড়াই, দীর্ঘ লাফ, ট্রিপল জাম্প।
আপনার মতামত লিখুন :