স্টাফ রিপোর্টার ঃ ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়া, জেলা ক্রীড়া অফিস ময়মমনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৩/২৪খ্রি. এর আওতায় (অনুর্ধ্ব-১৫) বছরের বালক/বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় ¯’ান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান। প্রতিযোগিতা পরিচালনা করেন সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুস সামাদ কাজল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষক আবুল কাসেম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও ক্রীড়ামোদী দর্শক উপ¯ি’ত ছিলেন।
প্রতিযোগিতার ৪টি ইভেন্টর মধ্যে ছিল বড় বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতার, ১০০ মিটার বুক সাঁতার, ১০০ মিটার চিৎ সাঁতার। মধ্যম (অনুর্ধ্ব-১৩) বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার বুক সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার। বড় বালিকাদের (অনুর্ধ্ব-১৫) ১০০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার বুক সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার। মধ্যম (অনুর্ধ্ব-১৩) বালিকাদের ৫০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার বুক সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার।
আপনার মতামত লিখুন :