স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যবস্থাপনা ও স্মার্ট সাংবাদিকতা’ শীর্ষক দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অমিত রায়।
প্রেসক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রশিক্ষণে বিষয় ভিত্তিক আলোচনা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, নাগরিক টিভির বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫৩ জন প্রেসক্লাব সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।
আলোচকরা বলেন, “স্মার্ট বাংলাদেশে সাংবাদিকতায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি চ্যালেঞ্জও তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে সেই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সাংবাদিকদের রাখতে হবে।
আপনার মতামত লিখুন :