ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু


swadesh sangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন /
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার ঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের বাস্তবায়নে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ( অনূর্ধ্ব-১৭) ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বালিকা শেরপুর জেলা ও জামালপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয় এবং বালক জামালপুর জেলা ও শেরপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, নেত্রকোনা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর জেলা ক্রীড়া অফিসার আফরিন মনি, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ প্রশাসনের কর্মকর্তা, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।