স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (১৭ আগষ্ট) থেকে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। চার জেলার ২৯৩টি ইনস্টিটিউটের ৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবছর ৩ হাজার ২৬৭ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। গত বছরে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ১৫১ জন। সুষ্ঠু নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে পরিদর্শন ও মনিটরিং টীম কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। এদিন সকালে ময়মনসিংহের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসয় প্রশাসনের কর্মকর্তা ও বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
আপনার মতামত লিখুন :