স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার এমপি নির্দেশক্রমে ২৫শে সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর কাঁচিঝুলিস্থ গ্রীন পয়েন্ট কনভেনশন সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এর সঞ্চালনায় সভায় মহানগরের সহ-সভাপতি ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাকিল রানা চৌধুরী প্রবাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই নিজনিজ অবস্থান থেকে নেতৃবৃন্দ তাদের পরিচয় দেন।
সভাপতির বক্তব্যে মো: ইকরামুল হক টিটু বলেন, দলীয় আদর্শ নীতি শৃঙ্খলাবোধ বজায় রেখে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমান সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, একটি দলের মূল চালিকা শক্তি হলো সংগঠন। সংগঠনকে শক্তিশালী করনে আমাদের কাজ করতে হবে এবং সাংগঠনিক ভিত্তির উপর গুরুত্ব দিতে হবে। এর জন্য সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দেশের উন্নয়ন প্রকল্পগুলি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে এবং যার যার অবস্থান থেকে উন্নয়ন কাজে ভূমিকা রাখতে হবে। মেয়র বলেন, আগামী ১৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগে নির্মিত সড়ক বিভাগের ৪০টি ব্রিজ অনলাইনে উদ্বোধন করবেন। এ উপলক্ষে সার্কিট হাউজ মাঠে জনসমাবেশ করা হবে সকাল ১০টায়। জনসমাবেশে সকলকে উপস্থিত থাকার আহবান জানান। ৪০টি ব্রিজের মধ্যে ময়মনসিংহে ২৩টি, নেত্রকোনায় ১২টি এবং জামালপুরে ৫টি। এছাড়া ওই সময় কেওয়াটখালী ও রহমতপুর ব্রিজের নির্মাণ কাজের ভার্চুয়ালী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
উক্ত পরিচিতি সভায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সকল সম্মানিত উপদেষ্টা বৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :