স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে নীল ও লাল দলের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম। এসময় তিনি বলেন, জীবনে উন্নতির শিখরে যেতে চাইলে লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা করতে হবে। মাদক ও বাল্য বিবাহ থেকে দুরে থাকতে হবে। ময়মনসিংহের ফুটবল এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। জেলা ক্রিড়া অফিস অত্যন্ত দক্ষতার সহিত ময়মনসিংহে খেলাধুলা পরিচালনা করছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রিড়া বান্ধব। তিনি খেলা দেখেন। তিনি খেলাধুলার বিষয়ে সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছেন। ভালো ভাবে খেলাধুরা চর্চা কর। সামনের দিকে এগিয়ে যাও।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এ.কে.এম. দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক মাসুম আহম্মেদ। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রাক্তন খেলোয়াড় বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ ক্রিড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :