স্টাফ রিপোর্টার : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন ‘শীর্ষক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (২৬ মার্চ বিকেলে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্দনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রহমান বিশ্বাস। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের রূপকার মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের সংগ্রামের ফলে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের দোয়া ও পথপ্রদর্শনে উন্নত, সমৃদ্ধ দেশ গঠনের পথে দেশ এগিয়ে যাবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে পাকিস্তানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সুষ্পষ্ট পার্থক্যের মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়নের চিত্র পরিস্ফুট হয়ে উঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে চলেছে।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য পিপিএম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ। অনুষ্ঠানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :