মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৫ জনকে পুরস্কৃত করলেন কোতোয়ালীর ওসি

রিপোর্টার / ৫৭ ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ মাদক সেবীরা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এ সময় নতুন জীবনে ফিরে যেতে উৎসাহিত করতে তিনি পুরস্কৃত করেন। পুরস্কৃতরা হলো, খাগডহর ঘুন্টির আবু সাঈদ, কাঠগোলার মোঃ ফারুক হোসেন, ঢোলাদিয়া তালতলার লাল চান, জেল রোড কাশরের মাহবুবুল আলম সোহাগ ও সানকিপাড়া মাজার শরীফ রোডের মোঃ হুমায়ুন কবির।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, উল্লেখিত মাদকাসক্ত ছাড়াও বিভিন্ন কারণে মাদকাসক্ত হয়ে পড়া মাদকসেবীদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে কোতোয়ালী পুলিশ বিট পুলিশিংয়ে বক্তব্য, উঠান বৈঠক এবং মাদকাসেবীদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলাসহ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্ঠা চলছে। এরই অংশ হিসেবে খাগডহর ঘুন্টির আবু সাঈদ, কাঠগোলার মোঃ ফারুক হোসেন, ঢোলাদিয়া তালতলার লাল চান, জেল রোড কাশরের মাহবুবুল আলম সোহাগ ও সানকিপাড়া মাজার শরীফ রোডের মোঃ হুমায়ুন কবিরকে মাদক নিরাময় কেন্দ্র পুণর্বাসনকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। পুনর্বাসন কেন্দ্র থেকে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কোতোয়ালী মডেল থানার ওসি তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। এ সময় সুস্থ্য জীবনে ফিরে আসায় তাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করেন বলেও পুলিশ জানায়। ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদকাসক্তদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে পুলিশ চেষ্ঠা করছে। আমরা তাদেরকে নজরদারিতে রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com