শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী উন্নত ও স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন-মসিক মেয়র

রিপোর্টার / ৬৩ ভিউ
আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন, তা তিনি রক্ষা করেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশব্যাপী চলমান ব্যাপক উন্নয়ন কার্যক্রম তার প্রমাণ। তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তাও তিনি আমাদের উপহার দেবেন। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের একাদশ বর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসবকথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে মানুষের সময় সাশ্রয় হয়েছে এবং ভোগান্তি কমেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, রাষ্ট্রের সকল শ্রেণী ও পেশার মানুষ শিক্ষা গ্রহণ ও প্রতিষ্ঠা লাভে সমান সুযোগ ভোগ করছেন। বর্তমান সরকার উচ্চ শিক্ষা ও গবেষণায় যে সুযোগ দিয়েছে তা গ্রহণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে হবে।
ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দার মুকুলের সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক এ এস এম রফিকুল্লাহের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে আনন্দমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ নারায়ণ চন্দ ভৌমিক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গভার্নিংবডির সদস্য তপস সান্যাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com