বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে উল্টো পথে চালিত করেছিল-বক্তাগণ

রিপোর্টার / ৮৯ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৩:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধায় নগরীর ছোট বাজার (মুক্তিযোদ্ধা সরণি) মুক্ত মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার ষষ্ঠ দিনের আলোচনা সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে দেশ স্বাধীন করেছেন তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় স্বাধীনতার পরাজিত শক্তিরা। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। দেশকে এগিয়ে নিতে বিভিন্ন দেশে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ শুরু করেন। কিন্তু ৭৫ এর ১৫ আগষ্টের পর বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে উল্টো পথে চালিত করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের উন্নয়নের কাজে হাত দেন। সকল প্রকার ভাতা চালু করেন। মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ সহ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। ময়মনসিংহ বিভাগে ১০ হাজার পরিবারকে গৃহ করে দেওয়া হয়েছে। তলা বিহীন বাংলাদেশ আজ উন্নয়নের বাংলাদেশ। দেশের এই উন্নয়ন কর্মকান্ডে সকলে একত্রে কাজ করতে হবে।
বক্তাগণ আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সহ দফায় দফায় পর্নবাসিত করেছেন। মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ কেননা তাদের আতœ ত্যাগের ফলেই আমাদের এই স্বাধীনতা। ৩০০টাকা ভাতা থেকে আজ ২০ হাজার টাকা ভাতা করেছে বর্তমান সরকার। তাছাড়া উৎসব ভাতাও চালু করা হয়েছে। তাই সকল অরাজকতা দুর করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস.এ.এম রফিকুন্নবী, অতিরিক্ত ডিআইজি মোঃ এনামুল কবির, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমিটির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।
আলোচনা করেন বিজ্ঞ পি.পি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভ’ইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী খান, মহানগর আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ অধ্যক্ষ এ.কে.এম. আঃ রফিক, জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাষানী, জেলা কৃষকলীগ সভাপতি কৃষিবিদ আব্দুর রহিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুদু।
উপস্থাপনায় ছিলেন ময়মনসিংহ জেলা সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি শরাফ উদ্দিন বায়োজিদ। এসময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com