মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ ময়মনসিংহ অঞ্চলের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ২:৪০ অপরাহ্ন / ১৩৩
মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ ময়মনসিংহ অঞ্চলের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ ময়মনসিংহ অঞ্চল এর ত্রিবার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ইউনুছুর রহমান তালুকদার।
মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ ময়মনসিংহ অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও হালুয়াঘাট উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি জনতা ব্যাংকের অবঃ ডিজিএম মঞ্জুরুল হক, অবঃ সোনালী ব্যাংক অফিসার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ মজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল বাতেন সরকার ও গফুর মাস্টার।
প্রথম পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আকরাম হোসেন। পরে দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। ্এত সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমান তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছি কোন কিছু পাবার আশায় নয়। অন্য কারো আহবানে আমরা মুক্তিযুদ্ধ করি নাই। ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধীরা আজ বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব বাক শক্তির মাধ্যমে। মুক্তিযুদ্ধ মানে বঙ্গবন্ধু। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযোদ্ধা। আমাদের মধ্যে কোন বিভেদ নাই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মূল্যায়ন করেছেন। আমাদের মুক্তিযোদ্ধা ভাতা সহ অন্যান্য সুবিধা করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা আছে বলেই আমরা সকল সুযোগ সুবিধা পাচ্ছি। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করতে হবে।