মৃত্তিকা গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন / ১৩৯
মৃত্তিকা গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায় পাঁচ দিন ব্যাপী এস.এএওদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জেলার কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার উপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএই, ময়মনসিংহ এর উপ-পরিচালক কৃষিবিদ মো: মতিউজ্জামান। এসময় তিনি বলেন মাটির স্বাস্থ্য ভাল রাখতে হলে সুষম মাত্রায় সার ব্যবহার করার কোন বিকল্প নাই। সঠিক মাত্রা জেনে সঠিক পরিমানে সার প্রয়োগ করলেই ভাল ফসল আশা করা যায়। তিনি আরও বলেন, ফসল উৎপাদনের জন্য মাটির সম্পর্কে সঠিক ধারণা থাকলেই কৃষক ভাল ফসল উৎপাদন করতে পারবেন। পিএসও, এসআরডিআই কৃষিবিদ ড. মোহাম্মদ শওকতুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ এস.এস.ফারহানা হোসেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআই সুমনা রানী রায়, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই ছালমা আক্তার, আঞ্চলিক গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা,এসআরডিআই আবুল বাশার, কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার জাহাঙ্গীর আলী খান। এ প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার ১১টি উপজেলা হতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ কৃষি তথ্য সার্ভিস এর এআইসিও গন অংশ গ্রহণ করেন।