স্টাফ রিপোর্টার : বরাবরের ন্যায় এবারও মেডিগ্রাফিক ট্রেডিং লিমিটেড আয়োজন করল আঞ্চলিক স্বাস্থ্যসেবা সামিট-২০২৪। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর ধানসিড়ি রেস্টুরেন্ট এ স্বাস্থ্যসেবা সামিট অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সদর ও উপজেলা হাসপাতালের বিভিন্ন ডাক্তার, ডায়াগনস্টিকের মালিক এবং মালিক পক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
চৌধুরী রাশেদ মাহমুদের সভাপতিত্বে এবং এস কে আহছানের সঞ্চালনায় অনুষ্টিত হয় এই স্বাস্থ্যসেবা সামিট। অনুষ্ঠানে মেডিগ্রাফিক ট্রেডিং লিমিটেড এর সিটি স্কেন, এম আর আই, সি আর, ডি আর, এক্সরে, আলট্রাসাউন্ড, মেশিনের বিবরণ দেন হেড অব ইঞ্জিনিয়ার ফরহানুল কবির।
কেম্পানির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন কোম্পানির জি এম এহতেশামুল কবির চৌধুরী, আর বক্তব্য দেন ম্যানেজার সেলস এনামুল হক চৌধুরী কোম্পানির দীর্ঘদিনের সার্ভিস, সেবা, কোয়ালিটি নিয়ে কথা বলেন। সভাপতির বক্তব্যে চৌধুরী রাশেদ মাহমুদ বলেন, আমাদের প্রয়াত এমডি চৌধুরী হাসান মাহমুদ বাংলাদেশের মেডিকেল সেক্টরে ফুজিফিল্ম দিয়ে মেডিকেল ইকুইপমেন্টর ব্যবসা নিয়ে যেই যাত্রা শুরু করেছিল তা আজ সারা বাংলাদেশে বিস্তৃত। বাংলাদেশে জিএমই গ্রুপ ১৯৬৬ইং সন থেকে সুনামের সাথে বাংলাদেশে ফুজিফিল্ম, সি আর, ডি আর মেশিন বিক্রয় করে আসছে। এছাড়াও মেডিকেল সেবায় এক অনন্য ভূমিকা রেখে আসছে।
জিএমই গ্রুপ বাংলাদেশে জাপানী ফুজিফিল্ম, সিমাজু, জে মরিতা, বোস্টন সাইন্টিফিক, ওসটিওসেস ও বাংলাদেশে ম্যানুফেকসারিং এ এন সি মেডিকেল ডিভাইস মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেডের মাধ্যমে বাজার জাত করে আসছে। পরে অনুষ্টান শেষে রেফল ড্র অনুষ্টিত হয়।
আপনার মতামত লিখুন :