স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে আগত পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বুধবার (২৯ মার্চ) সকালে কাচারিঘাটস্থ ব্রহ্মপুত্র নদের তীরে আগত পুণ্যার্থীদের সাথে এই শুভেচ্ছা বিনিময়ে করেন।
এ সময়ে সাথে ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জুয়েল রায় চৌধুরী, মহানগর ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সরোজ সাহা, জেলা ঐক্য পরিষদের যুব বিষয়ক সম্পাদক লিটন দাস, মহানগর ঐক্য পরিষদের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সনৎ সাহা প্রমুখ। বিভিন্ন এলাকার লক্ষাধিক ভক্তগন পুণ্য স্নানে অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :